প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয়েছে। “সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর সাতক্ষীরা আয়োজনে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে বিসিডিএস ভবনের হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য কাজী আক্তার হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, বিএম হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন স্থানের ঔষধ ব্যবসায়ীবৃন্দ। ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ে ঔষধ ব্যবসায়ীদের নিয়ম মেনে ঔষধ বিক্রয় করে এন্টিবায়োটিক এর অপব্যবহার রোধ করা এবং জনসাধারণকে নিয়ম মেনে এন্টিবায়োটিক সেবন করার জন্য আহ্বান করা হয়।