কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার পৌর সদরের গদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন উপজেলার পৌর সদরের গদখালী গ্রামের ওয়াজেদ গাজী ও তাসলিমা খাতুনের মেয়ে। সে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।
জানা গেছে, শুক্রবার দুপুরে খাদিজা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে কলারোয়া সরকারি কলেজের পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরাসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। মসজিদের মাইকে খাদিজা খাতুনের নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে এক জোড়া জুতা ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। সেখানে নেমে তাকে উদ্ধার করে। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা খাতুনকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।