নিজস্ব প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিত চেয়ে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, সাতক্ষীরার মানুষের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
এসময় তিনি বলেন আইনশৃঙ্খলা আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে। আরও এজন্য ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
রবিবার দুপুলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা সমন্নত রাখতে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারী শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকী, বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হকসহ আরও অনেকে।