তালা ডেস্ক : সৌদি আরবের সাথে মিলিয়ে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের ছয়ামতলায় আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রবিবার (২৫ জুন) সকাল ৯টায় ছয়ামতলা জামে মসজিদে এ ঈদের নামজ অনুষ্ঠিত হয়। ওই ছয়ামতলা জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন।
নামাজে অংশ গ্রহণকারী ইমাম মাওলানা আবু সাঈদ বলেন,রসুল (স.) বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙ্গ। তারই অনুসারী হিসেবে এবারের রমজান মাসে বাংলাদেশের নিয়মের একদিন আগেই রোজা রেখেছিলাম। আজ সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা ঈদ উদযাপন করছি।
এ বিষয়ে ঈদ উদযাপন কমিটির সাধারন সম্পাদক আব্দুল আলিম বলেন,যথারীতি সমাজের রীতিনীতি মেনে বাড়িতে ঈদ উপলক্ষে বাহারী খাবার সেমাই, মিষ্টি, খিচুড়ি, মাংস রান্না করা হয়েছে।
অপরদিকে এ ঈদ উদযাপনকে ঘিরে উৎসুক জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।
তালা উপজেলার ইসলমাকাটি, মুড়াগাছা, হরিহরনগর সহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এনে ছয়ামতলা এই ঈদের নামাজে অংশ গ্রহণ করে।
তালা ইসলামকাটি গ্রামে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে
পূর্ববর্তী পোস্ট