নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১৮০ লিটার দুধ ভেজাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিনেরপোতা বিসিক শিল্পনগরী এলাকায় মোটর সাইকেলে বহনের সময় ভেজাল মিশ্রিত দুধসহ দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় পরীক্ষা করে দুধে ভেজাল মিশ্রিত থাকায় দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদÐ প্রদান করা হয়।
দÐিত ব্যবসায়ীরা হলেন, দেবহাটা উপজেলার শংকর ঘোষের পুত্র সীমান্ত ঘোষ ও ইনু ঘোষের পুত্র মুকুন্দ ঘোষ।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদের নেতৃত্বে বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভেজাল দুধ জব্দ করা হয় এবং দুই ব্যবসায়ীকে জেল জরিমানা করা হয়েছে। পরে ভেজাল মিশ্রিত দুধ বিনষ্ট করে আদালত।