কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট ও লক্ষ টাকার গাছ কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। মারধর পরবর্তী তাদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ করা ও নানারকম হুমকি প্রদান করা হয়েছে।
এবিষয়ে দেবহাটা উপজেলার খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে আবুল হোসেন (৬৮) বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ মতে জানা গেছে, বহেরা মৌজার ১৩১৬ নং ডিপি খতিয়ানের ৬৯৭ ও ৫৬৭ দাগের মধ্যে তাদের পৈত্রিক ৬ শতক জমিতে বাদী আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ ১৫ বছর ধরে গাছগাছালী লাগিয়ে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। বিবাদী খাসখামার গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মোস্তফা গাজী বহুদিন ধরে তাদের জমিটা দখল করার অপচেষ্টায় লিপ্ত আছে।
সে কারনে বাদী আবুল হোসেন তার মেয়ে সখিনা খাতুন, ছেলে হাফিজুল ইসলাম, তার ভাই প্রতিবন্ধী মোসলেম সরদারের বিরুদ্ধে গত ৩/৪ বছর ধরে ৩০টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি কয়েকবার মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। মোস্তফা এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী হওয়ায় এলাকার কেউ ও অসহায় দিনমজুর আবুল হোসেন তার বিরুদ্ধে কথা বলার সাহস নেই।
গত ২৩ জানুয়ারী মোস্তফা তার ভাই কাজল গাজী, তার পিতা জিয়াদ আলী, একই এলাকার মৃত তছিমউদ্দীন সরদারের ছেলে আলিম সরদারসহ অজ্ঞাতনামা আরো অনেকে আবুল হোসেনের বসতভিটায় এসে সকল বড় বড় আমগাছ, মেহগনি গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে ও বসতবাড়ি ভাঙচুর করে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি করে। এছাড়া তাদেরকে বাড়ির মধ্যে অবরুদ্ধ করে রাখে ও নানারকম হুমকি দেয়। এবিষয়ে আবুল হোসেন দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান আছে। অসহায় আবুল হোসেন এধরনের অত্যাচার নির্যাতনের সঠিক বিচার দাবী করেছেন।