এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে পরিচালনা পর্ষদ, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ এসএম জগলুল হায়দার প্রধান অতিথি হিসেবে জাতীয় সংঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের করে অনুষ্ঠানের শুভ সুচনা ঘোষণা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক জয়দেব কুমার ঘোষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সজল মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, সাতীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, কালিগঞ্জ প্রেসকাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। ছাত্র কেএম আমিনুর রহমান ও মশিউর রহমানের সঞ্চালনায় প্রাক্তন শিার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, অ্যাডঃ আলী হায়দার, ডাঃ জিএম আলমগীর হোসেন, ডাঃ জিএম আব্দুস সালাম, মোস্তফা বকুলুজ্জামান, কৃষিবীদ জিএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। শিক ইমান আলী, হাসেম আলী, শিবু প্রসাদ, আনছার আলী, আনন্দ কুমার-দে, জিন্নাত আলীসহ নয়জন (অবসরপ্রাপ্ত) শিককে পাঞ্জাবী, ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্টসহ কলম, ক্যাপ, স্মরণিকা তুলে দেওয়া হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম পর্বের অনুষ্ঠান ও বিকাল ৪টা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলে। সব শেষে হাজার হাজার দর্শক, শ্রোতা, প্রাক্তন ও বর্তমান শিার্থীদের উদ্দেশ্যে মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, সরকারি উদ্ধর্তন কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, শিক, জনপ্রতিনিধি, কবি-সাহিত্যিক, ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণি পেশার বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়।
পূর্ববর্তী পোস্ট