আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি সরকারি কলেজের নব যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন প্রভাষক বাকী বিল্লাহ ও গীতা পাঠ করেন প্রভাষক নিলেন্দু মুখার্জি।
কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে নব যোগদানকৃত অধ্যক্ষ ও আমন্ত্রণিত অথিতি বৃন্দের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব, আশাশুনি সরকারি কলেজের নব যোগদানকৃত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানজির বিল্লাহ, সহযোগী অধ্যাপক মোঃ মিয়ারাজ হোসাইন, ডঃ মোঃ শাহিনুর রহমান ও মোঃ বদরুজ্জামান, সহকারী অধ্যাপক অলিউর রহমান, প্রফেসর মোঃ মোস্তাজাবুর রহমান,
আশাশুনি সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম, স্বজল কুমার আঢ্য, মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, মনিরুজ্জামান ও আব্দুল মালেক প্রমুখ। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছহিল উদ্দিন কলেজের সকল শিক্ষক ও আমন্ত্রণিত অতিথিবৃন্দের উপস্থিততে নব যোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম কে কলেজ পরিচালনার ফাইল বুজিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ অবসর গ্রহন করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন কলেজের সিনিঃ শিক্ষক হোসেন আলী। তিনি অবসর গ্রহন করলে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছহিল উদ্দীন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। (৩ ফেব্রুয়ারী) —- ১১০ নং স্মারকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-২ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা মোঃ নজরুল ইসলামকে আশাশুনি সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পূর্বক সংযুক্ত করেন।