নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে হীরার নাকফুল জব্দ করেছে বিজিবি। সোমবার রাতে ভোমরা সীমান্তের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব হীরার নাকফুল জব্দ করা হয়।
মঙ্গলবার বেলা ১২টায় ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক জানান, ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে হীরার গহনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় একজন চোরাকারবারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ০১টি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশী করে ৯০ টি হীরার নাকফুল জব্দ করা হয়। ৯০টি হীরার নাকফুলের মূল্য ২২ লক্ষ ৯০ হাজার টাকা। ##