নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উদ্যোগে পানি, খাবার স্যালাইন ও কলম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, ছাত্রনেতা মোহাম্মদ নাহিদ হাসান, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজমাউল হোসেন প্রমুখ।
এস.এস.সি পরীক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, খাবার পানি, স্যালাইন ও কলম পেয়ে খুবই ভালো লাগছে। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গলা শুকিয়ে গেছে। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত একজন শিক্ষক ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তির পেয়েছে শিক্ষার্থীরা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে এমন উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে আমরা এই খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করছি। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষায় মনোনিবেশে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে বন্ধু সুলভ আচরণ করবে। ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।