নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের ব্যবসায়ী ( কাটিয়া এলাকা ) করা মামলায় এক বছরের সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কাটিয়া এলাকার মিজান। ব্যাসায়ীর কাছ থেকে অল্প কিছুদিনের জন্য ধার নেওয়া টাকা ফেরত না দিলে উক্ত ব্যবসায়ী চেকের মামলা করেন
সাতক্ষীরা যুগ্ম দায়রা জজ ১ম আদালতে।
দীর্ঘ যুক্তিতর্ক শেষ করে এ সাজা ঘোষণা করেন যুগ্ম দায়রা জজ ১ম আদালত।মিজানুর রহমান সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকার রেজাউল করিমের ছেলে।
তথ্যানুসন্ধানে জানা যায়, ব্যবসায়ীক প্রয়োজনে সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের পরিচালক মিজানুর রহমান তার প্রতিবেশি ভোমরার এক ব্যবসায়ীর কাছ থেকে চেকের বিনিময়ে ১০ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় ওই ব্যবসায়ী আদালতের দারস্ত হন। পরবর্তীতে সাতক্ষীরার যুগ্ম দায়রা জজ ১ম আদালত সাক্ষ্য প্রমান গ্রহণ শেষে এনআই এ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা ফেরত ও আরও ১০ লক্ষ টাকা জরিমানা করেন।
পরবর্র্তী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য সময়সীমা বেধে দিলেও মিজান সে টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। বিষয়টি জানতে পেরে মিজান সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। তার অবস্থান জানতে পেরে সাতক্ষীরা সদর থানা থেকে গেপ্তারি পরয়ানাটি ডিএমপির আদাবর থানায় অগ্রগামী করা হলেও এখনো গ্রেপ্তার হয়নি মিজান।
সাতক্ষীরা সদর থানা আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।