অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রধান কিছু অংশে সম্মতি জানানোর পর ডনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ থামানোর আহ্বান জানালেও হামলা বন্ধ করেনি ইসরায়েল।
শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ ছিটমহলজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছেন। এদের মধ্যে অন্তত ৪৫ জন দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে নিহত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলি বাহিনী একটি নগরীটিতে একটি দখল অভিযান শুরু করেছিল। তাদের এ অভিযানের কারণে নগরীটির প্রায় ১০ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই গাজার দক্ষিণাঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
চিকিৎসা কর্মীরা জানান, গাজা সিটির তুফাহ এলাকার একটি বেসামরিক বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হামলায় আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
দেবহাটায় অনুমোদন বিহীন সার বিক্রয়ের অভিযোগে ২ লক্ষ টাকা জরিমানা
টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ওই বাড়িতে নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র দুই মাস আর বড়টির আট বছর।
ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের একটি শিবিরেও হামলা চালিয়েছে। এখানে তাদের হামলায় দুই শিশু নিহত ও আরও অন্তত আটজন আহত হয়েছেন।
আল-মাওয়াসি ইসরায়েলি বাহিনী ঘোষিত তথাকথিত ‘নিরাপদ মানবিক অঞল’। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি পরিবারগুলোকে অন্যান্য অঞ্চল থেকে এখানে চলে আসার নির্দেশ দিয়েছিল। কিন্তু গত কয়েক মাস ও সপ্তাহ ধরে এলাকাটিতে বারবার হামলা চালাচ্ছে তারা।
এর পাশাপাশি গাজার অন্যান্য এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শরণার্থী শিবিরও আছে। আল জাজিরার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেছেন, “হাসপাতালগুলো আহত এসব ফিলিস্তিনির সবাইকে চিকিৎসা দিতে পারছে না। মাঠ পর্যায়ে যা হচ্ছে তাতে কোনো ধরনের যুদ্ধবিরতি শুরু হচ্ছে, এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”
অব্যাহত ইসরায়েলি হামলা ও তীব্র জ্বালানি সংকটের মধ্যে গাজার হাতে গোনা কয়েকটি হাসপাতাল কোনোরকমে কাজ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে।
দুই বছর ধরে ইসরায়েলের অবিরাম হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এর লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন আর দুর্ভিক্ষের করাল গ্রাস চারদিক থেকে অবরুদ্ধ গাজাকে ক্রমেই অধিকার করে নিচ্ছে।