নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহায়তায় ১০৮ টি হারানো মোবাইল ফোন ও বিকাশের ৩ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনসে্র ড্রিল সেডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হারানো মোবাইল ফোন এবং টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম।
এসপি মনিরুল ইসলাম বলেন, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর মাসে সাতক্ষীরা বিভিন্ন অঞ্চল থেকে হারানো ১০৮টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে বিকাশ/নগদ/রকেট/উপায়ে গ্রাহকদের খুয়ানো ৩ লক্ষ ৬০ হাজার টাকা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। এবং সেগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।এছাড়া এপর্যন্ত সাতক্ষীরায় সতেরশো মোবাইল ফোন ও প্রায় ৪৩ লক্ষ টাকা বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে।যথারীতি সেগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তরও করা হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান,মোবাইল ফোন হারানো বা চুরি হলে এবং দেশে নিবন্ধিত বিভিন্ন ডিজিটাল লেনদেনে টাকা খুয়া গেলে তাৎক্ষণাৎ নিকটবর্তী থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে হবে। পরবর্তীতে পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।এছাড়া চোর ও প্রতারক চক্র সনাক্তে তারা দিনরাত কাজ করছে বলে জানান এসপি মনিরুল ইসলাম।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে নাসিমা আক্তার নামক এক গৃহিণী বলেন, আমি কখনো আশা করি নাই হারানো ফোনটি ফিরে পাবো।তবে আমি আশাবাদী ছিলাম ফিরে পাবো এবং পেয়েছি। সেজন্য সাতক্ষীরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়।
বায়েজিদ আহমেদ বলেন,পুলিশ যেভাবে হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করছেন ঠিক একইভাগে চুরি যাওয়া মোটরসাইকেল, ত্রি-হুইলার, মাহিন্দ্রা ও ইজিবাইকগুলোও উদ্ধারে পুলিশ আরো বেশি সচেষ্ট হবে বলে আশা প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হোসেন খান ও এসবি শাখার ডিআইওয়ানসহ অন্যান্য অফিসার গন।