জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি কাছারি মাঠে উক্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, শিশু ও যুবক যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরিতে প্রকল্পটি কাজ করছে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সভা, নিয়মিত খেলাধূলার সেশন আয়োজন ও পরিচালনার মাধ্যমে তাদের জীবনমান, নেতৃত্ব বিকাশ, মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকিপূর্ণ অভিগমন হ্রাস, সুরক্ষা ইত্যাদি বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম.এম. রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আব্দুর রউফ প্রমুখ।
উক্ত খেলায় ছেলেদের প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের জনপ্রিয় হাঁড়িভাঙা খেলা, চামচ দৌঁড়, বালিস ছোঁড়া, লুডু, পুরুষ অভিভাবকদের হাঁড়ি ভাঙা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন “বর্তমান সময়ের কিশোর-কিশোরী ও যুবরা বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, সহিংসতা ও মানসিক চাপের মতো ঝুঁকিতে রয়েছে। এধরনের খেলাধুলা, দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক আয়োজন শিশু কিশোর ও যুবদের ইতিবাচক পথে ফিরিয়ে আনবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খেলাধুলার পাশাপাশি অংশগ্রহণকারীরা জীবনদক্ষতা অর্জন করছে। যা ভবিষ্যতে তাদের ব্যক্তিগত বিকাশ, পারিবারিক স্থিতিশীলতা ও কমিউনিটির সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

