নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে দ্রুত ৩৫০০ অনার্স-মাস্টার্স শিক্ষকের এমপিও বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা সিটি কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সন্দিপ কুমার দাস, সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তোফায়েল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম এবং সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক পবিত্র কুমার মন্ডল।
অনুষ্ঠানের পূর্বে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহর অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তার পরিবারকে ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মরহুম মাসুম বিল্লাহর কর্মজীবন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান স্মরণ করে বক্তারা গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, মাসুম বিল্লাহ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক, যিনি শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যু শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। শেষে তাঁর আত্মার শান্তি ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

