নিজস্ব প্রতিবেদক : মাছখোলা বেতনা নদীর বেড়িবাদে ভয়াবহ ভাঙন দেখা দেওয়া আতংকিত এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে পারমাছখোলা গ্রামের মৃত জিয়াদ আলী মাস্টারের বাড়ির সংলগ্ন পাউবোর বেড়িবাধে ভয়াবহু ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙন আতংকে দিন কাটাচ্ছে এলাকার মানুষ। আতংকিত এলাকাবাসী জানায়, প্রায় একযুগ পূর্বে একই জায়গায় বাঁধ ভেঙে নদী গর্ভে বিলিন হয়ে যায়। সে সময় পাউবোর তত্ত্বাবধায়নে বাধটি সংস্কার করা হয়। সম্প্রতি সময়ে বেতনা নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় নদীর দুইপাশে নদীর উত্তর পাশে নদীর পানির প্রবল শ্রোত এর কারণে ভাঙন দেখা দেয়। ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, গত কয়েকদিন পূর্বে বাধের ভাঙন লক্ষ্য করা যায়। এখনি যদি বাধটি সংস্কার করা না হয় তাহলে ভাঙন আকার আরো বৃদ্ধি পাবে। জরুরি ভিত্তিতে বাধটি সংস্কার না হলে বাধ ভেঙে প্রায়ই ২০ গ্রামের মানুষ প্লাবিত হবে। এলাকাবাসী বাধ সংস্কার করার জন্য পাউবোর হস্তক্ষেপ কামনা করেছে।
পূর্ববর্তী পোস্ট