নাৎসি আমলের সঙ্গে ভারতের বর্তমান পরিস্থিতির তুলনা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন বিরোধীদল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। দু’দিন আগে টুইটারে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে কংগ্রেসের এই নেতা মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করেন। তবে এই মন্তব্যের রাহুলকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় বস্ত্র উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।
দু’দিন আগে টুইটারে দেয়া বার্তায় রাহুল নাৎসি নেতা হিটলারের একটি বক্তব্যও জুড়ে দেন। রাহুল লেখেন, ‘হিটলার বলেছিলেন বাস্তবের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখো। যাতে যে কোনও সময় তার কণ্ঠরোধ করতে পারো।’
মোদি সরকার দেশকে একনায়কতন্ত্রের জায়গায় নিয়ে যেতে চাইছে। যেখানে কোনও প্রশ্ন চলবে না
রাহুলের মতে, মোদির শাসন আমলে ভারতে একই ধরনের পরিস্থিতি চলছে। এই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকে কোনও মন্তব্য না করা হলেও টুইট যুদ্ধে নামেন স্মৃতি ইরানি। তিনি লেখেন, ‘মোদি নন, গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন রাহুলের দাদি ইন্দিরা গান্ধী। রাহুল এই কথাটিই বুঝতে ৪২ বছর দেরি করে ফেলেছেন।’
ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ রয়েছে দেশটিতে। এ নিয়েও এর আগে সরব ছিল কংগ্রেসসহ বিভিন্ন বিরোধীদল। এবারও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘মোদি সরকার দেশকে একনায়কতন্ত্রের জায়গায় নিয়ে যেতে চাইছে। যেখানে কোনও প্রশ্ন চলবে না।’
তার ওই টুইটের পর ১৯৭৫ সালে দেশটিতে জারি করা জরুরি অবস্থার কথা রাহুলকে মনে করিয়ে দেন স্মৃতি ইরানি। সেই সময় কীভাবে ভারতের স্বাধীন কণ্ঠরোধ করা হয়েছিল তারও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ১৯৭৫ সালের সেই ২১ মাসকে স্বাধীন ভারতের অন্যতম কালো দিন বলেও মন্তব্য করেন স্মৃতি। আনন্দবাজার।