এম. শাহীন গোলদার : দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আজ রবিবার সকাল ১০ টার সময় উপজেলা শিক্ষা অফিসারের নিজ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
ফলজ, বনজ ও ঔষধি গাছের দু’হাজার চারা একঘণ্টায় তালা উপজেলার ২১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপন ও বিতরণ করা হয়।
এই বৃক্ষরোপন কর্মসূচি উদ্ভোধন করেন-তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী চৌধুরী, সহকরী শিক্ষক ইফতেখার আলম, কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা সিদ্দীকা, সহকারী শিক্ষক মিলুফা ইয়াসমিন, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. অলিউর রহমান, রেক্রসনা পারভীন, সাহানা বুলবুলসহ ৬ জন সহকারি উপজেলা শিক্ষা অফিসারসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মো.অহিদুল ইসলাম বলেন, পরিবেশ এবং জীববৈচিত্র্যে রক্ষার ক্ষেত্রেবৃক্ষ রোপনের কোন বিকল্পনাই। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।