শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে এখনও লিটল মাস্টার শচীন টেন্ডুলকরের থেকে বহুগুণ পিছিয়ে তিনি। বরং কোনও তুলনাতেই আসেন না শচীনের থেকে। তবে সেরাদের তালিকায় ক্রমশই জাঁকিয়ে বসছেন বিরাট কোহলি। পরিসংখ্যানের বিচারে শুক্রবার কোহলি পেরিয়ে গেলেন শচীনকে।
শুক্রবার গল টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখনও ৭৬ রানে অপরাজিত তিনি। প্রথম ইনিংসে রান পাননি। সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নেওয়ার ইঙ্গিত তার ব্যাটে। সেই সঙ্গে বিরল নজিরও গড়ে ফেললেন তিনি।
বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে দ্রুততম একহাজার রানের মালিক হয়ে গেলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল শ্চীন টেন্ডুলকরের। তিনি ১৯টি ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন। তবে শচীনের থেকে দুটো ইনিংস কম খেলেই বাজিমাত কোহলির।