নিজস্ব প্রতিবেদক : টানা ৮ দিনের অতি বর্ষণে ও ডেইয়ের বিলে প্রভাবশালীদের ঘের পরিচালনার জন্য অবৈধ বেড়িবাধের কারণে প্লাবিত হয়েছে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে প্রায় ১০০ একর জমির আমন ধান ও সবজির ক্ষেত। পৌরসভার আলিয়া মাদ্রাসার পূর্বপাড়া, বদ্দীপুর কলোনী, ডাঙ্গীপাড়ায় ৩শ ঘরবাড়ী পানির তলায় রয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। স্কুলে যেতে পারছে না কোমলমতি শিক্ষার্থীরা। এলাকাবাসী জানায়, ডেইয়ের বিল দিয়ে বর্ষার পানি ছাগলার গেট দিয়ে বেতনা নদীতে প্রবাহিত হয়। কিন্তু প্রভাবশালীদের ডেইয়ের বিলে বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের করার কারণে এলাকার পানি নিস্কাশন হচ্ছে না। আর দুই এক দিন বর্ষা হলে তলিয়ে যেতে পারে অত্র অঞ্চল।
এদিকে শনিবার সকাল ৮টায় পৌর কাউন্সিলর শেখ সেলিম এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর কাউন্সিলর পৌরবাসীর স্বার্থে ভেড়ীবাধ অপসারণ করেন। এসময় তিনি বলেন, জেলা পরিষদ ও পৌরসভার হস্তক্ষেপে ডেইয়ের বিলে সকল ভেড়ীবাধ অপসারণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, আবু মুসা, আব্দুল করিম, কামরুল ইসলাম, নুরুল ইসলাম, রহমত আলী, জব্বার মাস্টার, আবুল হোসেন, অশোক ঢালী, ছোট খোকন, মেহেদী হাসান কিরন, খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।
পূর্ববর্তী পোস্ট