দেবহাটা ব্যুরো : উপজেলার সখিপুর মোড়স্থ খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজে ছাত্রলীগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় কলেজ ছাত্রলীগের আয়োজনে একাদশ বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, অধ্যাক্ষ রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, সভানেত্রী ফাহমিদা সুলতানা ইরিন, ২য় বর্ষ সভাপতি মেহেদি হাসান, সাঈদুর রহমান তন্ময়, ইমরান হোসেন, ফারয়া সুলতানা, তুহিনুর রহমান, মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আল-আমিন প্রমূখ। অন্যান্যদের মধ্যে তাঁতীলীগের আহবায়ক এসএম নাসির উদ্দীনসহ কলেজ, ইউনিয়নসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠনটি বিশ্বের বৃহৎ সংগঠন হিসাবে মর্যদা লাভ করে যাচ্ছে। তাছাড়া সংগঠনটির আতœপ্রকাশের পর থেকে দেশের সকল উন্নয়ন ও আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে পূনরায় দেশকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার নৌকা প্রতীকের বিজয় আনতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তরা। মাদক ও নারী থেকে দুরে থেকে পড়া-লেখায় মনোনিবেশ করে সোনার বাংলা গড়তে কাজ করতে হবে।
পূর্ববর্তী পোস্ট