পাকিস্তানের মন্ত্রী সভায় প্রায় দুই দশক পর স্থান পেয়েছেন এক হিন্দু। পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার পর পদত্যাগ করেন নওয়াজ শরিফ।
এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারই ছোট ভাই শহিদ খাকান আব্বাসি।
শুক্রবার তার মন্ত্রীসভার সম্প্রসারণ করা হয়েছে। সেখানেই ৬৫ বছরের দর্শন লালকে অনুর্ভুক্ত করা হয়েছে। পাকিস্তানের ৪টি প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে চিকিৎসক দর্শন লালকে। ২০১৩ সালে PML-N-এর টিকিটে দ্বিতীয়বারের জন্য সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক মহলের ধারণা ২০১৮ সালে সে দেশের সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (PML-N) পক্ষে আরও বেশি সমর্থন টানতেই এই সম্প্রসারণ করা হয়েছে। ৪৭ সদস্যের মন্ত্রীসভায় ২৮ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী থাকছেন।