নিজস্ব প্রতিবেদক : আগামি ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে কলারোয়া উপজেলা আওয়ামীলীগ।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
সভায় জাতীয় শোক দিবসটি সুষ্ঠুভাবে পালন ও কাঙালিভোজ বিতরণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। পৌরসদরসহ উপজেলার ১২টি ইউনিয়নের কাঙালিভোজকে কেন্দ্র করে কোন বিশৃংখলা যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।
সভা শেষে শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার বাদি বর্ষিয়ান আ.লীগ নেতা চিকিৎসাধীন বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, আ.লীগ নেতা আলহাজ্ব খায়বার রহমান, মনোরঞ্জন সাহা, রবিউল আলম মল্লিক, মনিরুজ্জামান মন্ময় মনির, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, মিজানুর রহমান, সাংবাদিক শেখ মোসলেম আহম্মেদ, সরদার আনছার আলী, প্রভাষক আ.মান্নান, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রভাষক আরিজুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, শহিদ আলী, মহিদুল ইসলাম, মন্জুরুল ইসলাম মিঠু, ইউপি সদস্য নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনিসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট