আসাদুজ্জামান : উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে সাতক্ষীরায় হতদরিদ্র, স্বামী পরিত্যাক্তা অসহায় মহিলাদের আআত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীর সামার্থ্য উন্নয়নে স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অবহিতকরণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব রওশান আরা বেগম। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বপ্ন প্রকল্পের প্রশিক্ষন বিশেষজ্ঞ ড. কাজল চ্যাটার্জি, জেলা ব্যাবস্থাপক রবিউল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের নির্বাহি পরিচালক মোস্তফা নুরুজ্জহামান প্রমুখ। স্বপ্ন প্রকল্পের প্রথম চক্রের ডকুমেন্টরি উপস্থাপন করেন, ইউএনডিপির ফিনানসিয়াল মনিটরিং এসোসিয়েট মাহমুদ হোসেন।
অবহিতকরণ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট