আরাফাত হোসেন লিটন : দেবহাটা উপজেলার কোমপুরে ইছামতি নদীর বাধ রক্ষার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পারুলিয়া ইউনিয়নের কোমরপুর সীমান্তে ভাঙ্গন রোধ প্রকল্পের উক্ত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা, ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল রাজ্জাকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় উক্ত বেড়িবাধ রক্ষায় কোন প্রকার দূর্ণীতি অনিয়ম না হয় সে ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, দেবহাটার ইছামতির কোমরপুর মোবারক আলী সরদারের বাড়ি হয়ে কোমরপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়ি বাধে তীব্র ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন এলাকা নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করেন। তারই ধারাবাহিকতায় প্যালাসাইটিং এবং বালু ভর্তি বস্তা ফেলে ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানাগেছে, উক্ত ৫০মিটার বেড়িবাধের ১৫০ ফুটে ৫ হাজার ৫ শত ৩৫টি বালুর ফেলে ভাঙ্গন রোধ করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট