স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই র্যাংকিংয়ের শীর্ষে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সম্প্রতি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ সাফল্য পেয়ে দীর্ঘদিন পর আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে তারা। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবল র্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে সেলেসাওরা।
ফিফার সর্বশেষ র্যাংকিং অনুযায়ী ব্রাজিলের পরই রয়েছে জার্মানির অবস্থান। যথারীতি তিন নম্বরে আছে মেসির আর্জেন্টিনা। চার ও পাঁচ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড ও পোলান্ড। দুই ধাপ নিচে নেমে ছয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফুটবলের আলোচিত দেশগুলোর মধ্যে অবনমন হয়েছে ফ্রান্সের। একধাপ পিছিয়ে দশে রয়েছে অ্যান্তনিও গ্রিজম্যানরা। বেলজিয়াম উঠে এসেছে নয় নম্বরে।
র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মাসে ১৯০তম স্থানে ছিল লাল-সবুজের দল। এখন ১৮৯তম স্থানে রয়েছে বাংলাদেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ইরানের। ২৪তম স্থানে রয়েছে দেশটি। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ভারত, তারা ৯৭তম। এরপর মালদ্বীপ রয়েছে ১৪২, আফগানিস্তান ১৫৬, ভুটান ১৬৫, নেপাল ১৬৯ শ্রীলঙ্কা ১৯৭ ও পাকিস্তান রয়েছে ২০০তম স্থানে।