সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা তালা উপজেলার জনগণের সেবামূলক সরকারি দপ্তরের অধিকাংশ কর্মকর্তা কর্মস্থলে থাকেন না। তড়িঘড়ি করে অফিসে আসেন, দায়সারা সেবা দিয়ে দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। ফলে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে তালাবাসী।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, প্রাণিসম্পদ, পরিবার পরিকল্পনা, খাদ্য নিয়ন্ত্রক, সমাজসেবা, যুব উন্নয়ন, পরিসংখ্যান, হিসাব রক্ষণ কর্মকর্তা, একটি বাড়ি, একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী সেটেলমেন্ট অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল প্রভৃতি দপ্তরের কর্মকর্তারা তালা উপজেলা সদরে থাকেন না।
এতগুলো সরকারি দপ্তরের কর্মকর্তারা তালায় অবস্থান না করার কারণে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা হাজারো মানুষ। উপজেলার ১২ ইউনিয়নের ২২৯ গ্রামের প্রায় ৪ লক্ষ মানুষের সেবা পাওয়ার স্থল সরকারি এ দপ্তরগুলো।
এসকল দপ্তরের কর্মকর্তারা কর্মস্থলে থাকলে তার অধিন্যস্থ কর্মচারী ও অফিস সহযোগিরা মনোযোগী হয়ে দায়িত্বপালন করেন। কিন্ত কর্মস্থলে দায়িত্বশীল কর্মকর্তারা না থাকলে রয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগও।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন ডেইলি সাতক্ষীরা-কে জানান, তালা নিন্মাঞ্চল হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ফলে বৃষ্টিপাতের কারণে কোন কোন কর্মকর্তা তড়িঘড়ি করে চলে যেতে পারেন। সাধারণত এমনটি হয় না। তবে কোন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।