শেষ হলো কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের উপন্যাস অবলম্বনে ঈদুল আযহার বিশেষ নাটক “এখন তুমি কেমন আছ”-এর নির্মাণ কাজ। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, উত্তরার ২টি শুটিং হাউজ, দড়্গিন খান সহ বিভিন্ন লোকেশানে নাটকটির দৃশ্য ধারণ হয়। এর আগে এই লেখকের একটি ছোট গল্প নির্মাণ হলেও উপন্যাস থেকে এই প্রথম নাটক নির্মাণ হয়েছে। নাটকের প্রতিটি বাঁকে বাঁকে প্রেম আর দ্বন্ধ বিদ্যমান। প্রেম, ভালোবাসা, দ্বন্ধ নিয়ে দুটো সময়কে উপস্থাপন করাহয় এই নাটকে।
নাটকটির তমোনাশ চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদ, বহ্নি চরিত্রে বিজরী বরকত উলস্নাহ, দীপ চরিত্রটি করেন এফ এস নাঈম ও বহ্নির মেয়ে দীপা চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম। এছাড়া আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, মোহাম্মদ বারী, নীলা ইস্রাফিল সহ অনেকে।
এ বিষয়ে নির্মাতা হাসান রেজাউল বলেন, হরিশংকর জলদাস উপন্যাস চমৎকার। আমি বরাবরই তাঁর লেখার ভক্ত। এই নাটকে দুটি সময়কে উপস্থাপন করা হয়েছে। আজ থেকে ৯০ দশকের প্রেম ও আধুনিক সময়ের প্রেম। আসছে ঈদে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে নাটকটি সম্প্রচার হবে।