তালা প্রতিনিধি : প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড কর্তৃক পরিচালিত তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষন কোর্সের ১ম ব্যাচের ক্লাস উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে তালা সরকারি কলেজ কেন্দ্রে এক অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসের উদ্বোধন করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান এ. কে. আজাদ (ইকতিয়ার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. শাহারুল ইসলাম, তালা টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান ও তালা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মীর কল্লোল।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড তালা শাখার আয়োজনে এবং শাখা পরিচালক মো. সোহরাব হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, সাংবাদিক রফিকুল ইসলাম, মীর হিল্লোড়, পুরোহিত তপন হালদার এবং শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী প্রমুখ বক্তৃতা করেন।
প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) বোর্ড এর চেয়ারম্যান সাংবাদিক এ.কে. আজাদ (ইকতিয়ার) জানান, তালা সরকারি কলেজের পূর্ব পার্শ্বে অবস্থিত অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল ফ্যাকাল্টি, ক্লিনিক্যাল নার্স, মেডিকেল এ্যাসিসট্যান্ট, নার্সিং এ্যাসিসট্যান্ট, মাদার এন্ড চাইল্ড হেলথ্ কেয়ার, ডেন্টাল কেয়ার, হোমিও প্যারামেডিকেল, সার্ভেয়ার ও ইউনানী মেডিসিন সহ ১৩ বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করার সুযোগ রয়েছে। চলতি বছর এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিপুল সংখ্যাক শিক্ষার্থী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
তালায় প্যারামেডিকেল ডাক্তার ও নার্স প্রশিক্ষণ উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট