রাশিয়া বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফারো আইল্যান্ডসকে ৫-১ গোলে হারানোর দিনে দারুণ একটি রেকর্ড গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে গোলের দিক থেকে ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন সিআর সেভেন। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রোনালদো এখন পঞ্চম সর্বাধিক গোলদাতা।
রোনালদো এদিন হ্যাটট্রিক করেন। জাতীয় দলের হয়ে তিনি এখন ৭৮টি গোলের মালিক।
চারবারের বিশ্বসেরার সামনে আছেন আলী দেই (১০৯), ফ্রেঙ্ক পুসকাস (৮৪), কুনিসেইগে কামামোটো (৮০) এবং গডফ্রে চিতালু (৭৯)।
এই রেকর্ডের দিনে রোনালদো আরেকটি কীর্তি গড়েছেন। এবারের বাছাইপর্বে ১৪ গোল হল তার। ছুঁয়ে ফেললেন যুগোস্লাভিয়ার সাবেক প্রেদ্রাগো মিয়াতোভিচের রেকর্ড।
আগের মৌসুমে রোনালদো নিজের দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভাল করতে সাহায্য করেছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বেও যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এখনেও তার জন্য সুখকর কিছু অপেক্ষা করছে বলে মনে হচ্ছে।