আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে যে কোনো সময় হামলা হতে পারে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দারা এমন আশঙ্কা করার পর বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি হয়েছে। রাজধানী দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ পশ্চিম ভারতের বিমানবন্দরগুলোতেও জারি হয়েছে সতর্কতা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও।
জানা গেছে, মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ, দিল্লি ও হায়দরাবাদ বিমানবন্দরে যে কোনো সময় হামলা চালাতে পারে সশস্ত্র জঙ্গিরা। সে কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা।
দেশটির বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারির পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে বোম্ব স্কোয়্যাড ও কমান্ডো বাহিনীকে।
সিআইএসএফ-এর মহানির্দেশক ও পি সিং জানিয়েছেন, দেশের জনবহুল ও গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। আধিকারিকরা জানাচ্ছেন, বিমানসংস্থাগুলিকেও সচেতন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। সিআইএসএফ-এর ওই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন, একটি বিশেষ বৈঠকে বিমানবন্দরগুলিতে সতর্কতা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট