রাশিয়া বিশ্বকাপে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। আর সেই সাথে আসন্ন বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর এ দলটি।
শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন রিয়াল মাদ্রিদের প্লেমেকার ইসকো। এরপর ৪০ মিনিটে আবারও গোল পায় স্পেন। এবারও সেই ইসকো। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত এক গোলের দেখা পান তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে আক্রমণের ধারা বাড়ায় ইতালি। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি দলটি। উল্টো ৭৭ মিনিটে সের্জিও রামোসের ক্রস থেকে বল পেয়ে গোল করেন মোরাতা। শেষ পর্যন্ত ৩-০ গোল নিয়েই মাঠ ছাড়ে স্পেন।
‘জি’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান সংখ্যক ম্যাচে ইতালির পয়েন্ট ১৬। গোল পার্থক্যেও অনেক পিছিয়ে দলটি। আর ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে আলবেনিয়া।