কালিগঞ্জ ব্যুরো : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৭ রোববার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সজল মুখার্জ্জীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষ। পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ব্যাংক কর্মকর্তা রনজিত সরকার ও বিশিষ্ট ব্যবসায়ী গোপীরঞ্জন অধিকারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক অসীম বরণ চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, যুগ্ম আহবায়ক বরুণ কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, অধ্যাপক নারায়ন চন্দ্র চক্রবর্তী প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন রায়, বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপাল মন্ডল, চাম্পাফুল ইউনিয়নের সম্পাদক ঠাকুরদাশ সরকার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি মনোরঞ্জন সরকার, কুশলিয়া ইউনিয়নের গোবিন্দ লাল সরদার, নলতা ইউনিয়নের সাধারণ সম্পাদক পুরঞ্জন স্বর্ণকার, তারালী ইউনিয়নের সম্পাদক দেবপ্রসাদ ঘোষ, ভাড়াশিমলা ইউনিয়নের সম্পাদক জয়দেব দাশ, মথুরেশপুর ইউনিয়নের সভাপতি রবীন চন্দ্র লস্কার, ধলবাড়িয়া ইউনিয়নের সভাপতি বিশ^জিৎ ঘোরামী, রতনপুর ইউনিয়নের সম্পাদক ডা. তরুণ কুমার ঘোষ ও মৌতলা ইউনিয়নের সভাপতি গণেশ চন্দ্র চক্রবর্তী প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সম্পাদক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত কাউন্সিলদের মতামতের ভিত্তিতে অধ্যাপক সনৎ কুমার গাইনকে সভাপতি, ডা. মিলন কুমার ঘোষকে সাধারণ সম্পাদক এবং গোবিন্দ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি যথাক্রমে দুলাল চন্দ্র ঘোষ, কৃষ্ণপদ সরকার, সজল মুখার্জী, রনজিত সরকার, রনজিত সরকার, যুগ্ম সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী, রিপন কুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত সেন, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, সহ-কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, দপ্তর সম্পাদক ঠাকুরদাশ কর্মকার, গণসংযোগ সম্পাদক তন্ময় মন্ডল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক রবীন্দ্রনাথ বাছাড়, সমাজকল্যাণ সম্পাদক বসন্ত কুমার সরকার, আইনবিষয়ক সম্পাদক দূর্গাপদ সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক শ্যামল কুমার বিশ^াস, মহিলা সম্পাদিক প্রমিলা বালা মন্ডল, পূজা সম্পাদক অমল কুমার আচার্য্য, সহ-পূজা সম্পাদক দিপালী ঘোষ এবং নির্বাহী সদস্য যথাক্রমে গুরুপদ সরকার, নিরঞ্জন পাল, সুশীল কুমার গায়েন , তপন রায়, দীপক হালদার, শিবদাস বৈদ্য, গোপাল মন্ডল, সত্যরঞ্জন বিশ^াস, ঠাকুরদাস সরকার, মনোরঞ্জন সরকার, কালিদাস সরকার, বিমল কুমার ঘোষ, গোবিন্দ লাল সরদার, নির্মল মন্ডল, পুরঞ্জন স্বর্ণকার, বিশ^নাথ ঘোষ, দেবপ্রসাদ ঘোষ, শান্তিগোপাল চক্রবর্তী, জয়দেব দাশ, রবীন চন্দ্র লস্কার, মধুসদন ঘোষ, বিশ^জিৎ ঘোরামী, সুদর্শন সরদার, হিমাংশু ঘোষ, তরুন কুমার ঘোষ, গণেশ চন্দ্র চক্রবর্তী ও বিশ^জিৎ চক্রবর্তী।
কালিগঞ্জ পূজা উদযাপন সম্মেলন: সনৎ সভাপতি, মিলন সম্পাদক
পূর্ববর্তী পোস্ট