আশাশুনি ব্যুরো: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার স্পোর্র্টিং ক্লাবের আয়োজনে আরার মক্কার পুকুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন সাতক্ষীরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য এস এম দেলোয়ার হোসাইন। ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব ডাঃ গাওছুল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক এ. জিয়াউর রহমানের পরিচালনায় এসময় কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, ইউপি সদস্য রুহুল আমিন সরদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, আরার স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন বশির আহমেদ টুকু ও মুকুল হোসেন মোড়ল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এসময় সহ¯্রাধিক নারী পুরুষ প্রতিযোগিতা উপভোগ করেন।
কুল্যায় সাতার ও হাঁসধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট