ন্যাশনাল ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলেই নিজে প্রধান বিচারপতি হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে দেশের কে কী হতে পারতেন জানি না, তবে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। তিনি দেশ স্বাধীন না করলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অভাবনীয় উন্নয়নও হতো না।’
বৃহস্পতিবার দুপুরে পৌর মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে জেলা বারের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন।
দেশের প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের আইনে পরিবর্তন আসছে। গ্লোবালাইজেশনের ফলে মেধার বিকাশ ঘটছে। এ পরিস্থিতিতে সাইবার আইনসহ বিভিন্ন আইনের সংস্কার ও উন্নয়নে গুরুত্ব দেওয়া জরুরি।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার পেশাগত জীবন শুরু করেছিলেন মৌলভীবাজারে। সেই মৌলভীবাজারের জেলা বারের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনটিকে নিজের জীবনের স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
এসময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘মৌলভীবাজারসহ দেশের সব জেলার আইনজীবীদের মেধার বিকাশ ঘটাতে আরও বেশি পড়ালেখা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রয়েছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের সব আদালতে ঝুলে থাকা ৩০ লাখ মামলার নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা জরুরি। সরকারি সম্পদ রক্ষায় সরকারি প্রসিকিউটরদের আরও সচেতন হতে হবে। আদালতের কার্যক্রম গতিশীল করতে বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পারিক সমন্বয়ে গুরুত্ব দিতে হবে।’ কোনও কারণে বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের অভাব হলে আদালত বর্জন না করে তার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি।
‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’
পূর্ববর্তী পোস্ট