কালিগঞ্জ ব্যুরো : ‘সাক্ষরতা অর্জন করি ডিজিটাল বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে র্যালি ও শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উদ্যাপনে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৩টি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহমেদ মাছুম। সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন, প্রকাশ বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
কালিগঞ্জে সাক্ষরতা দিবস উদযাপন
পূর্ববর্তী পোস্ট