ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
মাত্র ১৭ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারিয়ে মুহূর্তেই ম্যাচ হেরে গেলো বাংলাদেশ। অথচ সাকিব-ইমরুলের ১১৮ রানের পার্টনারশীপ যেভাবে চলছিলো তাতে মিরপুরে উৎসব হওয়ার কথা ছিলো লাল-সবুজের। কিন্তু হয়েছে উল্টো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিমর্ষ অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘এই ম্যাচ আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। একেবারেই জেতার মতো অবস্থায় গিয়ে হারাটা আমাদের জন্য খুবই হতাশার। আসলে এর জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। এ রকম ম্যাচ হারলে খারাপই লাগে। দলের সবাই এতে খুবই হতাশ।’
টাইগার অধিনায়ক বলেন, ‘এই ধরনের হার মেনে নেওয়া আসলেই কঠিন। শেষ দিকের ব্যাটসম্যানরা একটু সতর্কভাবে খেললে তাহলে হয়তো আমরা জিতেও পারতাম।’
সেঞ্চুরি করেও ম্যাচ বাচাতে না পারা বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েসের প্রশংসা করেছে ইংলিশরাও। তবে টাইগারদের হতাশার দিনটিই স্মরণীয় হয়ে থাকলো পেসার জ্যাকব বলের। অভিষেকেই ৫ উইকেট নেওয়া পেসার সিরিজে করতে চান আরও অনেক কিছু।
তবে সবকিছুর পরও এখানেই ছেড়ে দিতে চান না ম্যাশ। এখনও সিরিজের আশা রাখছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মাশরাফি বলেন,‘হ্যাঁ, এটা ঠিক সিরিজে আমরা পিছিয়ে পড়েছি। তবে এখনো আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। এখনো দুটি ম্যাচ হাতে আছে। আশা করছি পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারবো’।
এই হারকে ইতিবাচক দিক থেকেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই হারটা মেনে নেওয়ার মতো না হলেও, এখান থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। বিষয়টাকে আমরা ইতিবাচক দিক থেকেই দেখছি’।
রোববার মিরপুরেই সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের আর ইংলিশদের সিরিজ দখলে নেওয়ার।
পূর্ববর্তী পোস্ট