মিশরের সিনাইয়ে নিরাপত্তা বাহিনীর একটি সাঁজোয়া বহরে কথিত ইসলামিক স্টেটের (আইএস) অতর্কিত হামলায় কমপক্ষে ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
সোমবার উত্তর সিনাইয়ের আল-আরিশের ৩০ কিলোমিটার পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে।
দেশটির পুলিশ এবং সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা চারটি সাঁজোয়া যান এবং একটি সিগন্যাল জ্যামিং যানে আঘাত হানলে সেগুলো বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
এরপর হামলাকারীরা রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে তারা একটি পুলিশ ট্রাকের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একজন বিগ্রেডিয়ার জেনারেল রয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অবশ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করলেও হতাহতের সংখ্যা উল্লেখ করেনি।
আমাক ওয়েবসাইটে দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামিক স্টেস্ট ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসএল) এই হামলার দায় স্বীকার করেছে।
সহিংসতা প্রবণ সিনাইয়ের ওই সশস্ত্র গ্রুপটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির আনুগত্য প্রকাশ করেছিল। গ্রুপটি এর আগে জুলাইতে হামলা চালিয়ে রাফাহ এলাকায় ২৩ সেনাকে হত্যা করেছিল। সূত্র: আল-জাজিরা