বড়দল প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। উপজেলা কৃষি অফিস বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে হস্তক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের আকছেদ মোড়লের পুত্র মইনুর ও মৃত ভৈরব সরকারের পুত্র সুখদেব সরকার জানান, গোয়ালডাঙ্গা বাজারে সারের ডিলার মেসার্স সুবর্ণা ট্রেডার্সের মালিক বাবু গাজী খুচরা সার বিক্রয় করতে চাইছেন না। এছাড়া ১৬ টাকার স্থলে প্রতি কেজি সারের মূল্য ১৭ থেকে ২০ টাকা দরে বিক্রয় করছেন। অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক ডিলারের দোকানে ও গোডাউনে গিয়ে তদারকি শুরু করেছেন। অভিযোগকারীদের সাথে কথা বলেন। সরকারি নির্দেশনা মোতাবেক সার বিক্রয় কার্যক্রম চালু রাখতে গোপনে ও প্রকাশ্যে বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষন করেন। তিনি সাংবাদিকদের জানান, খুচরা ব্ক্রিয় ও প্রতি কেজি ১৬ টাকা দরে ইউরিয়া সার বিক্রয় নিশ্চিত করা হয়েছে। সার সরবরাহ ও নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে পৌছে দিতে তিনি প্রতিদিন এলাকায় তদারকিতে থাকবেন বলে জানান।
বড়দলে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট