ন্যাশনাল ডেস্ক : সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা কোনো দুর্ঘটনা ছিল না। এটাকে প্রতিরোধ করা সম্ভব ছিল।’
মঙ্গলবার সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শনের সময় এসব কথা বলেন রুশনারা আলী।
রুশনারা আলী আরো বলেন, ‘সরকার পোশাক কারখানায় শ্রমিকদের কাজের পরিবেশের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ তিনি জানান, এটা দেখে তিনি সত্যিই অনেক সন্তুষ্ট। এ ছাড়া পোশাক কারখানার কাজের মানের এই উন্নয়নের ধারা সামনের দিনেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকালে রুশনারা আলী সিআরপিতে এলে তাঁকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক সিআরপির কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে ব্রিটিশ এমপি ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপণ করেন।
রানা প্লাজা ধসে পড়া কোনো দুর্ঘটনা নয় -ব্রিটিশ এমপি রুশনারা
পূর্ববর্তী পোস্ট