নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন কমপ্লেক্স ভবন নির্মাণের অনুমতি, দোয়া ও ঘোষণা করেছেন নলতা রওজা শরীফের খাদেম মৌলভী মো. আনছার আলী। সোমবার সকালে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ নলতা পাক রওজা শরীফে যান। এসময় রওজা শরীফের খাদেম মৌলভী মো. আনছার আলী অনুমতি দেন। সফল ও সুন্দরভাবে ভবন নির্মাণের জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মো. মজিব হোসেন নান্নু, কার্যকরী সদস্য কাজী আমিরুল হক আহাদ, মিশন আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, নলতা কেন্দ্রীয় মিশনের মো. আব্দুল হামিদ, মো. এনামুল হক, ড. নজরুল ইসলাম ও মো. আমজাদ হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট