নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও অভিষেক সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. ইউনুস আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়নে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। ইসলাম শান্তির কথা বলে, তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনও ইসলাম হতে পারেনা। যারা ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিপদগামীদের সঠিক ভাল পথে ফিরিয়ে আনতে হবে’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা বাকশিসের সভাপতি মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম আলমগীর, সদস্য মো. হাবিবুর রহমান, আছাফুর রহমান, শাহিন আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাহাজান আলী শাহিন।
পূর্ববর্তী পোস্ট