সৌদি আরবের জেদ্দার একটি রাজপ্রাসাদে হামলা চেষ্টার ঘটনায় দুই জন নিরাপত্তা রক্ষী ও এক হামলাকারী নিহত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, শনিবার সৌদি রাজ প্রাসাদে হামলা হয়েছে। তবে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
আল জাজিরা’র অসমর্থিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ ও আন্দালুস সড়কের পাশে অবস্থিত আল সালাম প্যালেসে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর রিয়াদের মার্কিন দূতাবাস সৌদিতে মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার নির্দেশ দিয়েছে।
তবে এ হামলার ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি সৌদি আরবে শিয়া অধ্যুষিত বিভিন্ন মসজিদ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। গত জুলাইয়ে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদে হামলার একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এর আগে দেশটির শত শত নাগরিক আইএস জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে সৌদি ছেড়ে সিরিয়ায় পাড়ি জমায়।