দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও হাশিম আমলার কাছেই হেরে গেল টিম বাংলাদেশ। অপরাজিত ডিকক ১৬৬* (১৪৪) আমলার ১১০* (১১০) রানে ম্যাচের ৪৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ২৭৮ রান করে বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডে সিরিজের শুরুতেই দুর্দান্ত খেলছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে টার্গেট দেওয়ার পর বোলিংয়ে ভালো শুরু হয়নি টাইগারদের। ব্রেকথ্রু আনতে পারেননি মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন ও নাসির হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২৭৯/০
ব্যাটিং: ডিকক ১৬৬* (১৪৪) আমলার ১১০* (১১০)।
বাংলাদেশ: ২৭৮/৭
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৮/৭। মুশফিকুর রহিম (১১০*), সাইফউদ্দিন(১৬), নাসির হোসেন (১১), সাব্বির রহমান (১৯), মাহমুদউল্লাহ (২৬), সাকিব (২৯), লিটন দাস (২১), ইমরুল কায়েস (৩১)।
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস।