মোস্তাফিজুর রহমানের পর তামিম ইকবালের সাউথ আফ্রিকা সফর শেষ হয়ে গেল। পুরনো জায়গায় নতুন করে আঘাত পাওয়ায় সফরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে পারবেন না তিনি। বিপিএল খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে!
শুক্রবার ইস্ট লন্ডনে করানো আল্ট্রাসনো রিপোর্টে দেখা গেছে, বাঁ ঊরুর চোটটা আরও বেড়েছে।
‘মোস্তাফিজ ২৩ অক্টোবর দেশে ফিরে আসবেন। তামিম আসছেন একদিন আগে, ২২ তারিখ,’ জানিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘গত ম্যাচের পর আবার ও ব্যথা অনুভব করছে। ওই পুরানো চোটের জন্যই তাকে ফিরে যেতে হচ্ছে।’
প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পান তামিম। পরে প্রথম টেস্টে খেলার সময় আবার একই জায়গায় চোট পান। খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে। এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ২৫ বলে ২৩ করেন।