শ্যামনগর ডেস্ক : সামাজিক উন্নয়নে যুব নেতৃত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর আই সি টি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে বাংলা ইয়াং এ্যওয়ার্ড পেলেন শ্যামনগর ফুটবল একাডেমি। গত ২১ অক্টোবর সাভারে শেখ হাসিনা জাতীয় যুব ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড- ২০১৭ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সামাজিক উন্নয়নে যুব নেতৃত্বে অসামান্য অবদান রাখার জন্য শ্যামনগর ফুটবল একাডেমী সমগ্র বাংলাদেশের মধ্যে সেরা ত্রিেেশর মধ্যে অবস্থান করে জয় বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড -২০১৭ লাভ করে। শ্যামনগর ফুটবল একাডেমী কোর্চ শেখ আাক্তারুজ্জামানের হাতে পুরস্কার সরূপ ল্যাপটপ, এ্যানড্রয়েড মোবাইল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর আই সি টি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পাশে ছিলেন ২০১৫ সালে “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড” বিজয়ী শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও ইয়াং বাংলা মনোনীত এ্যাম্বাসেডর শেখ ফারুক হোসেন।
উল্লেখ্য শ্যামনগর ফুটবল একাডেমীতে শেখ আাক্তারুজ্জামানের নেতৃত্বে দুই শতাধিক কিশোর কিশোরী ও যুবক ফুটবল প্রশিক্ষণ নিয়ে আসছেন। এ বিষয়ে শ্যামনগর ফুটবল একাডেমীর আলমগীর কবির রানা ও ফুটবল প্রশিক্ষক শেখ আাক্তারুজ্জামানের সাথে কথা বললে তারা বলেন, এ প্রাপ্তি সারা শ্যামনগর বাসীর আমরা শ্যামনগরের ফুটবলের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।
জয় বাংলা ইয়াং এ্যাওয়ার্ড পেলো শ্যামনগর ফুটবল একাডেমি
পূর্ববর্তী পোস্ট