নিজস্ব প্রতিবেদক: শনিবার সাতক্ষীরায় উৎসাহ উদ্দিপনায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস-২০১৬ উদযাপিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় এবং বেসরকারী উন্নয়ণ সংস্থা সমুহের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সাতক্ষীরা পৌরসভা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশপোল স্কুলে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়। র্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন বেসরকারী উন্নয়ণ সংস্থা সমুহ যেমন এসিএফ, ব্র্যাক, এইচপি-আশা, পল্লীচেতনা, এনজিও ফোরাম, ওয়াল্ড ভিশন, উত্তরণ, সুশীলন, নবজীবন, নওবেকী গণমুখী উন্নয়ণ সংস্থা ও প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ-এর প্রতিনিধিবৃন্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর এলজিআরডি মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ইস্যুকৃত নির্দেশনা অনুসারে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ণ সংস্থা “প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ” সাতক্ষীরা জেলায় লীড এনজিও-এর ভূমিকা পালন করে।এ বছরের জাতীয় স্যানিটেশন মাসের প্রতিপাদ্য “উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন” এবং বিশ^ হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য হচ্ছে “হাত ধোয়ার অভ্যাস গড়ি”। উক্ত শ্লোগানে মুখরিত করে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং জিও-এনজিও প্রতিনিধিগণ বর্ণাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিন করে। তখন তারা স্যানিটেশন বিষয়ক বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া অপরাহ্নে স্যানিটেশন বিষয়ক ভ্রাম্যমান স্বল্প দৈর্ঘ্য চলচিত্র ও নাটিকা শহরের গুরুত্বপূর্ন স্থান সমুহে প্রদর্শনের আয়োজন করা হয়। বাংলাদেশ স্যানিটেশন কর্মসূচেিত “সহ¯্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা” অর্জনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে, এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” অর্জনের লক্ষ্যে সকলকে নিরালসভাবে কাজ করতে হবে। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উদযাপন সেই কাঙ্খিত লক্ষ্য অর্জনে অসামান্য অবদান রাখবে বলে আয়োজকগনের অভিমত। আলোচনা অনুষ্ঠান, উপস্থাপনায় ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ-এর কর্মকর্তা খোন্দকার আহসান রকীব।
পূর্ববর্তী পোস্ট