আশাশুনি ব্যুরো: আশাশুনি রিপোটার্স ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব হেসেন ও দপ্তর সম্পাদক এম এম নুর আলমের ভাই দ্বীন ইসলাম মালী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০বছর।
কুল্যা ইউনিয়নের আরার গ্রামের মৃতঃ আঃ গফুর মালীর সেজো পুত্র দ্বীন ইসলাম দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা, খুলনা ও ভারতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর কাদাকাটি আরার ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মাওঃ জিয়াউল ইসলাম যুক্তিবাদী। এসময় বক্তব্য রাখেন কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, মাওঃ ফরিদ আহমদ আরারী, মাওঃ সাইদুল ইসলাম, হাফেজ আঃ মালেক, এড. জিয়াউর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক রবিউল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য রুহুল আমীন সরদার, আবু হাসান বাবু, আশাশুনি প্রেস ক্লাব, আশাশুনি রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, আলেম, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি রিপোটার্স ক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক মাষ্টার সুব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, ক্রীড়া সম্পাদক জি এম আজিজুল ইসলাম, নির্বাহী সদস্য প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, মোঃ আবু ছালেক, বাহবুল হাসনাইন, অধ্যক্ষ আলমিন হোসেন ছট্টু, সাধারন সদস্য উত্তম কুমার দাশ, সত্যরঞ্জন সরকার, সদস্য বাপন মিত্র ও তপন রায়।
আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদকের ভাইয়ের মৃত্যু
পূর্ববর্তী পোস্ট