পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক প্রভাষক আহত হয়েছে। আহতকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সোমবার রাতে কালুয়া গ্রামের। এ ব্যাপারে প্রভাষকের স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের মৃত মকিম সরদারের ছেলে কয়রার খানসাহেব কোমরউদ্দীন কলেজের সাচিবিক বিদ্যা ও অফিস ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ তৈয়েবুর রহমান সোমবার রাতে কালুয়া বাজার থেকে ঔষধ কিনে বাড়ি ফেরার সময় জনৈক রজব সরদারের বাড়ির সামনে পৌছালে পূর্ব শত্র“তার জের ধরে একই এলাকার রজব আলী সরদারের ছেলে শাহীন সরদার, ওয়াজেদ আলী সরদারের ছেলে ভুট্টো সরদার, সেলিম সরদার, বাবু সরদার, রবক্ষানী মোড়ল সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও রড নিয়ে তার গতিরোধ করে। তখন প্রভাষক তৈয়েবুর বিষয়টি জানতে চাইলে শাহীন ও ভুট্টোর নেতৃত্বে তাকে এলোপাতাড়ীভাবে রড ও লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তারা তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে আহতের স্ত্রী মোছাঃ পাপিয়া পারভীন বাদী হয়ে শাহীন সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছে। উল্লেখ্য, প্রভাষকের স্ত্রী ২০১৪ সালে শাহীনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে এবং ২০১৬ সালের জুন মাসে প্রভাষক নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে। ওসি (তদন্ত) জাবীদ হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট