মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শিশুদের অংশগ্রহনে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শিশুদের নিয়ে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শেখ রাসেলের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীরীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশিদ, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা শিশু একাডেমী’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ। কোলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, সুুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার ১৯ অক্টোবর সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় থাকবেÑ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল”। আজ দুপুর ১২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমি’র লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট